
ইবি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাহেদ আহমেদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশে যে পরিবর্তন হয়েছে আমরা সে পরিবর্তনের অংশ। সেই পরিবর্তনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে যার যেটা প্রয়োজন আমরা সেটা করবো। আমরা তাদের পাশে আছি এবং ইনশাআল্লাহ থাকবো।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী ক্যাম্পাস পরিষ্কার অভিযানের দুপুর সাড়ে বারোটার দিকে দ্বিতীয় তথা শেষ দিনের মতো অভিযান পরিচালনা শেষে এমন মন্তব্য করেন তিনি। এসময় আরোও উপস্থিত ছিলেন সংগঠনটির ইবি শাখার সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি আরোও বলেন, আজকে আমাদের কর্মসূচি ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি। দুইদিনব্যাপী এ কর্মসূচির আজকের শেষদিন ছিল। পরবর্তীতে আমরা ধাপে ধাপে আমাদের এ কার্যক্রমটি চালিয়ে যাবো। গতকাল বিশ্ববিদ্যালয়ের বইমেলা শেষ হয়েছে। এখানে মেলার জায়গাটা বেশ অপরিচ্ছন্ন ছিল। তার প্রেক্ষাপটে আমরা আজ বইমেলার এলাকাসহ আশেপাশের দুই ফ্যাকাল্টি এবং বিবিএ ফ্যাকাল্টি এলাকাটা পরিষ্কার অভিযান পরিচালনা করেছি। পরবর্তীতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে আহ্বান রাখবো, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত যে ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে এগুলো ব্যবহার করবো। আমরা ছাত্রদের পক্ষ থেকেও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন বসাবো। আমরা চাই যে সকলে মিলে পরিষ্কার পরিছন্নর মাধ্যমে ক্যাম্পাসকে সুন্দর রাখি। আমরা প্রশাসনকে বলবো এর জন্য দ্রুত পদক্ষেপ নেয় এবং ডাস্টবিনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসায়। আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা আছে, যার ফলে সারাদেশে আমাদের এ কার্যক্রম চলছে।
উল্লেখ্য, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা ক্যাম্পাসে পরিষ্কার অভিযান পরিচালনা করে।
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
২৪ ফেব্রুয়ারি, ২০২৫
আপনার মূল্যবান মতামত দিন: