odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

odhikarpatra | প্রকাশিত: ১৩ March ২০২৫ ১৯:০৯

odhikarpatra
প্রকাশিত: ১৩ March ২০২৫ ১৯:০৯


জেলা শহরের দাপুনিয়া এলাকায় টুটুল আহমেদ (২৭) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর দাপুনিয়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত টুটুল আহমেদ গাজীপুর জেলার ভবানীপুরের মনিপুর গ্রামের আইনুল আলীর ছেলে। তিনি ময়মনসিংহের ওই এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

নিহতের শ্বশুরবাড়ির স্বজনরা জানান, বুধবার রাতে ইফতারের পর বাজারে যাওয়ার কথা বলে টুটুল তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর ফিরে আসেননি। সকালে টুটুলের লাশ পাওয়া যায়।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিকল্পিতভাবে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে



আপনার মূল্যবান মতামত দিন: