
আতিকুর রহমান আতিক (বগুড়া প্রতিনিধি): বৃহস্পতিবার সকাল ১০ টায় মহাস্থান গড় শাহ সুলতান বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয় সহ আশে পাশের কয়েকটি বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় সুইড বাংলাদেশের মহাসচিব কর্তৃক পরিদর্শন শেষে মহাস্থান ডাক বাংলোয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহাস্থান গড় শাহ সুলতান বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সমাজ সেবক শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আজমল হোসেন, মোশারফ হোসেন, স্কুলের প্রধান শিক্ষক আজিজার রহমান,সহকারী শিক্ষক আরেফা খাতুন,জান্নাতুল ফেরদৌস,জান্নাতুল তৃপ্তি, আলপনা খাতুন, ধলমোহীনী স্কুলের সভাপতি মোকছেদুর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী জিন্নাহ, শাজাহানপুর স্কুলের সভাপতি এনামুল হক, ঢাকা খিল গা স্কুলের সি: শিক্ষক সোহেল রানা, মীরপুর সুইড স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল আবেদীন, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
প্রধান অতিথি সভাপতি শাহিনুর রহমান সহ অন্যান্য স্কুলের সভাপতির হাতে স্কুলের পতাকা তুলে দেন এবং বলেন, বুদ্ধি প্রতিবন্ধিরা সমাজের বাধা নয়, এদেরকে একটু সহানুভিতি দিলে এরা শিক্ষিত হয়ে সমাজে সম্পদ হিসাবে গড়ে উঠবে।
আপনার মূল্যবান মতামত দিন: