
ময়মনসিংহ জেলায় কাভার্ডভ্যানের চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুরখাই এলাকার আব্দুল হেকিম (৮০) ও আজমারা খাতুন (৭০)।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত স্বামী-স্ত্রী এক সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।
আপনার মূল্যবান মতামত দিন: