odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬

আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

Admin 1 | প্রকাশিত: ৫ March ২০১৭ ২২:৫৪

Admin 1
প্রকাশিত: ৫ March ২০১৭ ২২:৫৪

নোয়াখালী সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আবুল হাশেমকে (৫০) তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ড হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, আবুল হাশেম ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র বলছে, দলের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: