ঢাকা | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

গলাচিপায় ১০টি দোকান পুড়ে ছাই।

odhikarpatra | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫ ১২:১২

odhikarpatra
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫ ১২:১২

স্টাফ রিপোর্টার, গলাচিপাপটুয়াখালী

শনিবার ভোর রাতে ( ৪টার সময়) আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায়। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা হলো অসিম মিয়া ( ফলের দোকান ) মিরাজ (মুদি মোনহরি) গোপাল (সেলুন) , আবুল কালাম আকনের (ডলপিন কাউন্টার) ইলিয়াস হোসেন (স্টেশনারী) নাসির উদ্দিন ( খাবার হোটেল) মুজিবর রহমান (স্টেশনারি) মনির হোসেন (স্টেশনারী) খলিল মিয়া (চায়ের দোকান) । স্থানীয় লোকদের ধারনা ২০- ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গলাচিপা সরকারী কলেজের সামনের সড়কের পূর্ব পাশে থাকা দোকান গুলোতে শনিবার ভোর ৪টার দিকে পথচারিরা আগুন দেখতে পায়। স্থানীরা , সেনাবাহিনী , ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আগুন নেভানোর সহযোগিতা করে। গলাচিপা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো: কামাল হোসেন জানান, খবর পেয়েই ঘটনাস্থল গিয়ে আগুন নিভাতে চেষ্টা চালাই । এরই মধ্যে ৯টি দোকান পুড়ে যায়। বিদ্যুৎ সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে তার ধারনা। তিনি জানান, ১৫-২০ লক্ষ টাকার ক্ষতি হলেও উদ্ধার করা হয়েছে প্রায় ৮০লক্ষ টাকার মালামাল।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: নাসিম রেজা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন । আগুনে পোড়া ক্ষতিগ্রস্থদের সরকারী সাহায্যে ও সহযোগিতা করা হবে।

মোঃনাসির উদ্দিন



আপনার মূল্যবান মতামত দিন: