ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

odhikarpatra | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ২২:০৩

odhikarpatra
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ২২:০৩


সিলেটে ট্রাকাচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন।

আজ শনিবার বিকেল ৫টার দিকে নগরের চৌহাট্টাস্থ আলপাইন রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, নিহত ব্যক্তির নাম শহিদ আহমদ চৌধুরী (৫৮)। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।

ওসি জানান, শনিবার বিকেলে একটি ট্রাক নয়াসড়ক থেকে চৌহাট্টার দিকে যাচ্ছিল। আলপাইন রেস্টুরেন্টের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ট্রাকটি চলে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক শহিদ আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত হয় মোটরসাইকেলের অন্য আরোহী।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। এই ঘটনায় কোনো মামলা এখনও হয়নি



আপনার মূল্যবান মতামত দিন: