
বাংলাদেশে দ্বিতীয় পদ্মা সেতুতে অর্থায়ন করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগ্রহের কথা জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও। প্রতিশ্রুত ঋণ-সহায়তার বাইরে অতিরিক্ত সহায়তা হিসেবে এই অর্থায়নের পাশাপাশি সরকার চাইলে যে কোনো বড় প্রকল্পে এডিবি অর্থ দিতে রাজি বলে জানিয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশ সরকার চাইলে রোহিঙ্গাদের সহায়তার জন্যও এডিবি সহায়তা দেবে বলে জানান তিনি। আজ বুধবার ঢাকায় এডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সফররত তাকেহিকো নাকাও এ কথা বলেন।
তিনি বলেন, গত মঙ্গলবার এক বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতুতে আমাদের অর্থায়ন করতে বলেছেন। আমরা সেখানে বিনিয়োগ করতে প্রস্তুত আছি। সরকার আনুষ্ঠানিক প্রস্তাব দিলে অবশ্যই আমরা সেটা বিবেচনা করব। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) ক্ষেত্রেও এডিবি সহায়তা করতে পারে।
তিনি বলেন, ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত পাঁচ বছরে বাংলাদেশকে আট বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে এডিবির। প্রয়োজন হলে এর বাইরেও চলমান বা নতুন প্রকল্পে অতিরিক্ত অর্থ সহায়তা দেব। এমনকি সরকারের যে ১০টি মেগা প্রকল্পে বিনিয়োগ করতে এডিবি প্রস্তুত।
বাংলাদেশ উন্নত দেশ হবার বিষয়ে তিনি বলেন, বিষয়টি কঠিন হলেও অসম্ভব নয়। উন্নত দেশ হওয়ার জন্য ধারাবাহিকভাবে ১০ শতাংশের উপরে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে হবে। মাথাপিছু আয় ১২ হাজার ডলারে নিয়ে যেতে হবে। আর সেজন্য প্রচুর বিনিয়োগ করতে হবে। দেশি বিনিয়োগের পাশপাশি বিপুল বিদেশি বিনিয়োগ লাগবে।
আপনার মূল্যবান মতামত দিন: