odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

নাটিয়াবাড়ী ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর সংঘর্ষ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ April ২০২৫ ১৮:২৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ April ২০২৫ ১৮:২৫

পাবনা থেকে শরিফুল ইসলামঃ-

পাবনার বেড়া উপজেলার ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় গত ২২শে এপ্রিল পরীক্ষা চলাকালীন সময়ে কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী নিরব শেখের প্রশ্নপত্র বাতাসে উড়ে গিয়ে সন্ন্যাসীবাদ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী প্রিয়াঙ্কার পায়ের কাছে পড়ে গেলে নিরব শেখ প্রিয়াঙ্কাকে প্রশ্নপত্র টি উঠিয়ে দিতে বললে প্রিয়াঙ্কা তা উঠিয়ে না দেওয়ায় নিরব এবং প্রিয়াঙ্কা দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরীক্ষা শেষে পুরো ঘটনাটি প্রিয়াঙ্কা তার হবু স্বামী রতনগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শুভনন্দীকে জানায়।
ওই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে পরীক্ষা শুরু হওয়ার আগে নিরব শেখ এবং শুভনন্দীর মাঝে কথা কাটাকাটি শুরু হয়।কথা কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়।
পরীক্ষা শেষ হতে না হতেই উভয় পক্ষের বহিরাগত লোকজন এসে আবারো সংঘর্ষে লিপ্ত হয়।
পরীক্ষা কেন্দ্রে এমন সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ সংঘর্ষের বিষয়ে ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি দেশ বাংলা টেলিভিশনকে জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খলা হয়েছিল, অ্যাডোক কমিটির সভাপতি আক্তারউজ্জামান রিমন এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি আসিফ শামীম জয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি নিরসন করা হয়। পরবর্তীতে এমন ঘটনার পুনর আবৃত্তি যেন না হয় সে কারণেই উভয় পক্ষের নিকট থেকে অঙ্গীকারনামায় স্বাক্ষর রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: