odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

সালথায় নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

odhikarpatra | প্রকাশিত: ২ May ২০২৫ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ২ May ২০২৫ ২৩:৫৮

ফরিদপুর জেলার সালথা উপজেলা সদরের কাউলিকান্দা এলাকায় নসিমনের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সালথা-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মো. জিসান খান (১৮) একই উপজেলার গট্টি ইউনিয়নের মোড়েরহাট গ্রামের মো. হেলাল খানের পুত্র।  তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে সালথা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন জিসান। পথে কাউলিকান্দা এলাকায় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত ইটবোঝাই একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হন জিসান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মারুফ হাসান রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: