
পাবনা প্রতিনিধি
পাবনা জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের অভিযানে দুইটি ওয়ান শুটারগান সহ একজন গ্রেফতার।
পবনা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সার্বিক দিক নির্দেশনায়, পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডলের সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি এর নেতৃত্বে ০৩ই মে২০২৫ রাত্রী ০১.৩৫ ঘটিকায় এসআই(নিঃ) অসিত কুমার বসাক এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায়, পাবনা জেলার সদর থানা এলাকার দাপুনিয়া ইউনিয়নের টিকরী দক্ষিনপাড়া গ্রামের মৃত আবু জাফর এর বাড়ির আঙ্গিনায় তার উত্তর দুয়ারী দোচালা টিনের তৈরী শয়ন ঘরের সামনে অভিযান পরিচালনা করে মৃত আবু জাফরের ছেলে মোঃ বিপুল হোসেন (৫০) কে দুইটি ওয়ান শুটারগান সহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা রজু করে বিকও আদালতে প্রেরণ করা হয়েছে।
পাবনা প্রতিনিধি
মোঃ শরিফুল ইসলাম
আপনার মূল্যবান মতামত দিন: