odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ৪ May ২০২৫ ১৮:৫৪

odhikarpatra
প্রকাশিত: ৪ May ২০২৫ ১৮:৫৪

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় আজ বজ্রপাতে মনমথ হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮) নামের দুইব্যক্তি মারা গেছেন। নিহতরা সম্পর্কে পরস্পর আপন ভাই।  


আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর দেবডাঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুইভাই মনমথ হালদার ও সবুজ হালদার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের ছেলে। 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, রোববার দুপুরে দুই ভাই মনমথ হালদার ও সবুজ হালদার নৌকায় করে যমুনা নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। 

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: