odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

ভারত কর্তৃক ৪০ জন রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দেয়ায় জামায়াতের নিন্দা

odhikarpatra | প্রকাশিত: ১৮ May ২০২৫ ২৩:৩৬

odhikarpatra
প্রকাশিত: ১৮ May ২০২৫ ২৩:৩৬

বাংলাদেশ জামায়াতে ইসলামি ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সমুদ্রে ভারতীয় নৌ বাহিনীর জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেয়ার মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম আজ রোববার এক বিবৃতিতে বলেন, ভারতের দিল্লী থেকে নারী-শিশুসহ অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে আন্দামান সমুদ্রের মিয়ানমার সীমান্তের কাছে লাইফ জ্যাকেট পরিয়ে আন্তর্জাতিক পানি সীমানায় নিয়ে ভারতীয় নৌ বাহিনীর জাহাজ থেকে গত ৮ মে সমুদ্রে ফেলে দেয়া হয়।

তিনি বলেন, দুনিয়ার সভ্য ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল। আমরা ভারতের এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই অমানবিক ঘটনার মাধ্যমে ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে।

ভারতের এই ধরনের মর্মান্তিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য তিনি শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। ভবিষ্যতে এই ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য ভারত সরকারের প্রতিও দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: