
স্টাফ রিপোর্টার পটুয়াখালী,
সুদের টাকা পরিশোধ করতে না পেরে চিরকুট লিখে গলাচিপার এক বই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টার দিকে। পুলিশ গলাচিপা হাসপাতাল রোডে খোকন দাসের মালিকানাধীন খোকন লাইব্রেরি থেকে তার লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ।
জানা গেছে, গলাচিপা হাসপাতাল রোডের বই ব্যবসায়ী খোকন দাস (৫৫) কয়েক বছর আগে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের হালিমা বেগম ও ৭ নম্বর ওয়ার্ডের রেখা বেগমের কাছ থেকে বাড়তি সুদে আনুমানিক দেড় লাখ টাকা নেন। এই টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় মঙ্গলবার সকালে খোকনের বাড়িতে ও বইয়ের দোকানে যান হালিমা। এ ঘটনার পর রাত ১১টার দিকে দোকানের ভেতরে খোকনকে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পুলিশ খোকনের হাতের মধ্য থেকে একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটে দুজন পাওনাদারের নাম লেখা ছিল এবং তারা খোকনকে অতিষ্ঠ করায় আত্মহত্যা করেছেন বলে লিখে গেছেন। এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের লোকজন এলে মামলা গ্রহণ করা হবে।
মোঃনাসির উদ্দিন
পটুয়াখালী
আপনার মূল্যবান মতামত দিন: