ঢাকা | বুধবার, ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

লক্ষ্মীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

odhikarpatra | প্রকাশিত: ২৬ মে ২০২৫ ১৬:০৫

odhikarpatra
প্রকাশিত: ২৬ মে ২০২৫ ১৬:০৫

লক্ষ্মীপুর জেলার জলাবদ্ধতা নিরসনে  বিভিন্ন খালের দু-পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। 


এরই ধারাবাহিকতা আজ সোমবার সকাল থেকে সদর উপজেলার রসুলগঞ্জ বাজার ও খালের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ের নিবার্হী ম্যাজিস্ট্রেট  মো. মজিুবুর রহমানে নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এসব অভিযান পরিচালনা করেন। 

এসময় উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। অভিযান চলবে বিকেল পর্যন্ত। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় নিবার্হী ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা নিরসনে বাজার ও খালের দু-পাড়ে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।  বাজার  বা খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ ও স্থাপনা তৈরি করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। প্রত্যেক অবৈধ দখলদার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবেনা। এই অভিযান অব্যাহত রাখা হবে। খালের দু-পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে পানি প্রবাহে আর বাধা হবেনা। পাশাপাশি জলাবদ্ধতা সৃষ্টি হবেনা বলে আশা করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: