
আজ ১৪ ই মার্চ ২০১৮ খ্রিঃ রোজ বুধবার বিকেল ৪ টায় এমহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০১৭-১৮ ভিজিডি চক্রে উপকার ভোগীদের মাঝে ভিজিডি'র-"চাল বিতরণ ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা"-য় বৌলতলী ইউনিয়নের অনুষ্ঠানে প্রধান অতিথি মুন্সিগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব ওসমাণ গণি তালুকদার, উপজেলা চেয়ারম্যান -লৌহজং।
জনাব আলহাজ্ব আবদুর রশিদ সিকদার,সাধারণ সম্পাদক,লৌহজং উপজেলা আওয়ামীলীগ।
জনাব জাকির হোসেন বেপারী,উপজেলা ভাইস চেয়ারম্যান, লৌহজং।
সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব মালেক সিকদার।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন
জনাব তোফাজ্জল হোসেন তপন, উপ প্রচার সম্পাদক,মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগ।
জনাব মেহদি হাসান ও এস কে আনোয়ার হোসেন-যুগ্ম সাধারণ সম্পাদক ও রফিক খান,লৌহজং উপজেলা আওয়ামীলীগ।
আরও উপস্হিত ছিলেন হামিদুর রহমান জুয়েল(বঙ্গবন্ধু ফাউন্ডেশন),জয়নাল আবেদিন,তোফাজ্জল হোসেন,মোসলেম উদ্দিন মন্টু ডাক্তার,সম্মানিত মনির হোসেন মোড়ল মাষ্টার,হযরত আলী,রুহল আমীন,আবুল বাশার,এস এম রতন, সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
শাহজাহান খান সাজু- সভাপতি,রাসেল আহমেদ সহঃসম্পাদক,অসীম তালুকদার-লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগ সহ এর নেতৃবৃন্দ। রাজিব বাশার-সভাপতি,সাব্বির হোসেন বিপ্লব ও রাশেদ হাসান নীরব,লৌহজং উপজেলা ছাত্রলীগ। ও
উপকার ভোগী মা-বোন,স্হানীয় জনসাধারণ।
সার্বিক তত্বাবধানে সেলিমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা, লৌহজং-মুন্সিগঞ্জ।
বিঃদ্রঃ অতিথি তালিকা অফিস বেনার অনুযায়ী।
আপনার মূল্যবান মতামত দিন: