ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
বঙ্গবন্ধুর জন্মদিনে সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা

বঙ্গবন্ধুর জন্মদিনে সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ মার্চ ২০১৮ ১৯:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৮ ১৯:০০

 

বঙ্গবন্ধুর জন্মদিনে সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা

ঢাকা, ১৫ মার্চ ২০১৮ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশের সব সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে আজ স্বাস্থ্য অধিদপ্তরের জারীকৃত এক প্রজ্ঞাপনে শিশু দিবস উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বলা হয়েছে।
এছাড়াও ওই দিন দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে হাসপাতালগুলোতে ‘শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ সম্পর্কে আলোচনা সভার আয়োজনের জন্য প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়াও ১৭ মার্চ সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: