
বড়াল নদী উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে : নৌপরিবহণ মন্ত্রী
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, বড়াল নদী উদ্ধার ও দখল ও দূষণরোধে যা যা করণীয় তা অবশ্যই করা হবে। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা শেষে স্লুইচ গেট ও বাঁধ অপসারণের ব্যবস্থা নেয়া হবে। আজ পাবনার চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে বড়াল নদী পুনরুদ্ধারের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তি
নি এসব কথা বলেন।
চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুল মতিন।
শাহজাহান খান বলেন, যারা নদী দখল করে তারা এ যুগের রাজাকার। বাংলাদেশে ২৪ হাজার কিলোমিটার নৌপথ ছিল। বিগত সরকারগুলোর অযতœ ও অবহেলার কারণে নৌপথগুলো হারিয়ে এখন তা দাঁড়িয়ে মাত্র ৩ হাজার ৬০০ কিলোমিটারে। বর্তমান সরকারের সময়ে ১ হাজার ৪০০ কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে। নৌপথ খননের জন্য ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে, আরো ২০টি ড্রেজার সংগ্রহ করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: