
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় বিভিন্ন জেলায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
: বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় দেশের বিভিন্ন স্থানে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ সংক্রান্ত বাসস’র প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনগুলো হলো :
মাগুরা : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনে ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।
অনুষ্ঠানে ঐতিহাসিক এ সাফল্য উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেজাউল করিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, রাশেদ খান প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৬ মার্চ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি’র (সিডিপি) কাছ থেকে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশ উত্তরণের যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন। তার হাত ধরে মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ঝুকি সূচক (ইভিআই) এই তিনটি শর্ত পূরণ করে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যাচ্ছে। মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে যেসব সূচক অর্জন করতে হয় তার সবই অর্জন করেছে বাংলাদেশ। দেশের এই অগ্রযাত্রা স্বাধীনতা পরবর্তী উন্নয়নে সর্বোচ্চ মাইল ফলক হিসেবে অভিহিত করা হয় প্রেস ব্রিফিংয়ে। এ সাফল্য উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সপ্তাহ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সেবা সপ্তাহের উদ্বোধন করেন মোহাম্মদ জেলা প্রশাসক আতিকুর রহমান।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, অটিজম ও বুুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনা ও ক্রীড়া আনন্দ উৎসব, জেলা পর্যায়ে সকল বিভাগ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি, জেলার সকল মসজিদ, অন্যান্য ধর্মী উপসনালয়ে দেশ ও জাতীর কল্যাণের জন্য প্রার্থনার আয়োজন, লাঠি খেলা, কাবাডি খেলা, ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উন্নয়নের প্রদর্শনী, সেমিনার ও পুরস্কার বিতরণীর কর্মসূচি গ্রহন করা হয়েছে।
খাগড়াছড়ি : স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনের অংশ হিসেবে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. গোফরান ফারুকী, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম প্রমুখ।
প্রেস ব্রিফিং এ ২০৩০ সালের সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জন ও ৪১ সালে উন্নত দেশে পরিষত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
লক্ষ্মীপুর : স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদ্যাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা তথ্য কর্মকর্তা আবদুল্যা আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।
২০-২৫ মার্চ প্রচারাভিযান ও সেবা সপ্তাহ পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেছে জেলা প্রশাসক। কর্মসূচির মধ্যে রয়েছে ৫দিনব্যাপী জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠানে সেবা সপ্তাহ পালন, সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এলডিসি থেকে উত্তরণ সংক্রান্ত তথ্য উপস্থাপন। ২০ মার্চ জেলা গুরুত্বপূর্ণ স্থানে সরকারের উন্নয়ন কর্মকান্ডের ডকুমেন্টারি প্রদর্শন। ২১ মার্চ সকাল ১০টা চিত্রাংকন, রচনা ও আবৃতি প্রতিযোগিতা জেলা পরিষদ প্রাঙ্গণে, বিকাল ৩টা কাবাডি প্রতিযোগিতা আর্দশ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। ২২ মার্চ সকাল ১০টা আনন্দ শোভাযাত্রা, ১১টা আলোচনা সভা, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা প্রাশসকের কার্যালয়ে, ২৩ মার্চ সকাল ১০টা বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণে তথ্য প্রযুক্তি ও আইসিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন বিষয়ক সেমিনার, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কার্যালয়ে। বিকেল ৪টা ফুটবল প্রতিযোগিতা জেলা স্টেডিয়ামে। ২৪ মার্চ বেলা ১১টা বাংলাদেশের সকল উন্নয়ন বিষয়ক তথ্য চিত্র প্রদর্শনী সন্ধ্যা ৬টা ব্যাডমিন্টন/টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বগুড়া : স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উপলক্ষে বগুড়ায় প্রেস এক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস ও গনযোগাযোগ অধিদপ্তর বগুড়ার আয়োজনে আজ মঙ্গলবার বেলায় ১১টায় বগুড়া প্রেসক্লাবে ব্রিফিং করেন জেলার সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান।
তিনি জানান, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতি পেয়েছে। এর মধ্য দিয়ে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি আদায়ের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। আগামী ২০২৪ সালে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ ঘটবে। সাফল্যগাঁথা অর্জনটি আনুষ্ঠানিকভাবে ২২ মার্চ বৃহস্পতিবার পালন করবে সরকার।
ব্রিফিংকালে প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, আখতারুজ্জামান, ক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম বাবু, নাজমুল হুদা নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর : স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনের লক্ষ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যাডিল মেহেরপুর শহর প্রদক্ষিণ করে। মেহেরপুর- ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন ও জেলা প্রশাসক পরিমল সিংহ‘র নেতৃত্বে র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে সরকারি বেরসরকারি কর্মকর্তা কর্মচারী, জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন অংশ গ্রহণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন জেলা তথ্য অফিস।
প্রেস ব্রিফিংয়ে সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী বক্তব্য রাখেন। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া : স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেসব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি খ.আ. ম. রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। এ সময় বক্তারা, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করায় সকলকে অভিনন্দন জানান। সে সাথে এ ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
নীলফামারী : স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সক্ষমতা লাভ করার ঐতিহাসিক অর্জন উদযাপনে জেলায় সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান প্রমুখ।
কর্মসূচির মধ্যে রয়েছে সপ্তাহব্যাপী জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সকল দপ্তরে বিশেষ সেবা প্রদান, ও সরকারের উন্নয়নমূলক চিত্র প্রদর্শনী, ২০ মার্চ জেলা উপজেলার সকল দপ্তরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, ২১ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ২২ মার্চ বিকেল ৩টায় জেলা শহরে আনন্দ শোভাযাত্রা, কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৩ মার্চ বিকেল ৪টায় নীলফামারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, একই মাঠে ২৪ মার্চ বিকেল ৩টায় টি-২০ ক্রিকেট ম্যাচ, ২৫ মার্চ নীলফামারী সদর আধুনিক হাসপাতালে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হবে।
নড়াইল : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে নড়াইলে আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুবাস বোস, জেলা তথ্য অফিসার মেহেদি হাসান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমুখ।
ময়মনসিংহ : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য সম্পর্কে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে এক প্রেস ব্রিফিং আজ সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা তথ্য অফিস জেলা প্রশাসনের সহযোগিতায় এর আয়োজন করে। ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশের সাফল্যের বিভিন্ন দিক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন ।
এতে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহসীন উদ্দিন, জেলা তথ্য কর্তকর্তা মোঃ মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। এতে ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক স্থানীয় দৈনিকের সম্পাদকসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন ।
দিনাজপুর : দিনাজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আ ন ম আব্দুছ ছবুর। এ সময় জেলা প্রশাসক বলেন, সরকার সারা দেশে আগামী ২০-২৫ মার্চ প্রচারাভিযান ও সেবা সপ্তাহ পালনের সিদ্ধান্ত গহণ করেছে। তারই অংশ হিসেবে সারা দেশের মতো দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২০ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং, আগামী ২১ মার্চ বুধবার সকাল ১০টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা, একই দিন একই স্থানে বিকেল ৪টায় বির্তক প্রতিযোগিতা, ২২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় গোর-এ-শহীদ বড় ময়দান থেকে র্যালি ও আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হবে। একই দিন বেলা ১১টায় ‘এলডিসি ক্যাটাগরি হতে বাংলাদেশের উত্তরণ ঃ ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ শুক্রবার বাদ জুমা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সকল মসজিদে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও অন্যান্য উপসনালয়ে বিশেষ প্রাথনা করা হবে। একই দিন বিকেল ৪টায় শহরে গোর-এ-শহীদ বড় ময়দানে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। ২৪ মার্চ শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। ২৫ মার্চ রোববার সকালে ঘুড়ি উৎসব এবং বিকেল ৩টায় গোর-এ-শহীদ বড় ময়দানে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রেস ব্রিফিংয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জয়নাল আবেদীন, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সোহেল মিয়া ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
নারায়ণগঞ্জ : নি¤œ আয়ের দেশ হতে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জানান, আগামী ২২ মার্চ বাংলাদেশকে নি¤œ আয়ের দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের আনুষ্ঠানিক স্বিকৃতি প্রদান করা হবে। তারপর তিন বছর আমরা আন্তর্জাতিক পর্যবেক্ষণে থাকব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, জেলা তথ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া। বাংলাদেশের নি¤œ আয়ের দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরনের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান উপলক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের মাঝে ছবি আঁকা প্রতিযোগিতা, আনন্দ শোভা যাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, ক্রিকেট ম্যাচ ও চিত্র প্রদর্শনী।
ফেনী : বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়াতে আজ ফেনীতে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। ফেনী পিটিআই মাঠ থেকে শুরু হয়ে এ আনন্দ মিছিল জেলা শিল্পকলা একডেমীতে গিয়ে শেষ হয়। এ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ। এরপর জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আগামী ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশবাসীকে অবহিত করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে- বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন, বিশেষ সেবা প্রদান, প্রতিদিন শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকান্ডে জনগণ কিভাবে উপকৃত হয়েছে তা উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন, বিভিন্ন খেলাধুলার আয়োজন, চিত্রাংকন প্রতিযোগিতা, প্রত্যেক বিভাগের সেবাসমূহ ফেসবুক, টুইটার, ব্লগ ইত্যাদি মাধ্যমে প্রচার করা।
পিরোজপুর : স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য অর্জন উপলক্ষে পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এক প্রেস ব্রিফিং আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। এ সময় উপ পরিচালক স্থানীয় সরকার কাজী তোফায়েল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: