
নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ
: জাতীয় সংসদের ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ এবং ২৯ গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য আজ শপথ গ্রহণ করেছেন।
নবনির্বাচিত বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং শামীম হায়দার পাটোয়ারীর এ শপথ অনুষ্ঠান সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত দুই সংসদ-সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, চিফ হুইপ আ.স.ম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, হুইপ শাহাব উদ্দিন, ফখরুল ইমাম এমপি, মো. তাজুল ইসলাম চৌধুরী এমপি, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম মমতাজ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: