
সংবাদ:
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আওয়ামী লীগ নেতা মো. মোশারফ হোসেন ঢালী (৫২) গ্রেপ্তার হয়েছেন। তিনি উপজেলার ইছাপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দনধুল গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ আক্রমণ ও ভাঙচুরের মামলার অভিযোগ রয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং স্থানীয় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারের খবর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ এটিকে আইনশৃঙ্খলা রক্ষার পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার বলে দাবি করছেন।
আপনার মূল্যবান মতামত দিন: