
ইসরাইলি সেনাবাহিনী আজ শনিবার জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ২ লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দা গাজা সিটি ছেড়ে গেছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বলেছেন, সামরিক বাহিনীর (আইডিএফ) হিসাব অনুযায়ী, গাজা সিটি থেকে আড়াই লক্ষাধিক বাসিন্দা তাদের নিজস্ব নিরাপত্তার জন্য অনত্র চলে গেছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা সিটি এবং এর আশেপাশের এলাকায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনির বসবাস।
গাজায় গণমাধ্যম কর্মীদের ওপর কঠোর বিধিনিষেধ এবং অনেক এলাকায় তাদের প্রবেশে অসুবিধার কারণে এএফপি সেনাবাহিনীর দেওয়া তথ্য বা ফিলিস্তিনি ভূখণ্ডের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার রিপোর্ট বর্তমানে স্বাধীনভাবে যাচাই করতে পারছে না।
আজ গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ক্রমাগত বিমান হামলার খবর দেওয়ার সময় ইসরাইলি সেনাবাহিনী পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে লিফলেট ফেলেছে।
আপনার মূল্যবান মতামত দিন: