
চট্টগ্রামের শিপ ব্রেকিং ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর পরিবারের ৮ হাজার কোটি টাকার লেনদেন খতিয়ে দেখছে দুদক। বিস্তারিত পড়ুন অধিকার পত্র ডটকমে।
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের শিপ ব্রেকিং (জাহাজ ভাঙা) শিল্পের প্রভাবশালী ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর পরিবারের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি খতিয়ে দেখছে।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, অভিযোগটি যাচাই-বাছাই কমিটিতে পাঠানো হয়েছে। কমিটি প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে কমিশনের কাছে চূড়ান্ত মতামত দেবে।
এদিকে, আইসিটি মন্ত্রণালয়ের একটি প্রকল্পে ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখছে দুদক। এ মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ চলছে।
এছাড়া, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরখাস্ত হওয়া এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তাঁর স্ত্রী লায়লা কানিজের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।
দুদক জানিয়েছে, এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম শিপ ব্রেকিং দুদক তদন্ত দুদক তদন্ আইসিটি প্রকল্প দুর্নীতি এনবিআর কর্মকর্তা মতিউর শওকত আলী চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: