odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

চট্টগ্রামে ৮ হাজার কোটি টাকার লেনদেন অনুসন্ধানে দুদক | শওকত আলী চৌধুরী পরিবার তদন্তের মুখে

odhikarpatra | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৮

odhikarpatra
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৮

চট্টগ্রামের শিপ ব্রেকিং ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর পরিবারের ৮ হাজার কোটি টাকার লেনদেন খতিয়ে দেখছে দুদক। বিস্তারিত পড়ুন অধিকার পত্র ডটকমে।

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের শিপ ব্রেকিং (জাহাজ ভাঙা) শিল্পের প্রভাবশালী ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর পরিবারের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি খতিয়ে দেখছে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, অভিযোগটি যাচাই-বাছাই কমিটিতে পাঠানো হয়েছে। কমিটি প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে কমিশনের কাছে চূড়ান্ত মতামত দেবে।

এদিকে, আইসিটি মন্ত্রণালয়ের একটি প্রকল্পে ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখছে দুদক। এ মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ চলছে।

এছাড়া, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বরখাস্ত হওয়া এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তাঁর স্ত্রী লায়লা কানিজের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।

দুদক জানিয়েছে, এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: