odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 3rd January 2026, ৩rd January ২০২৬
এয়ার ফোর্স ওয়ানের সামনে স্পিরিট এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান

অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেন ট্রাম্প

odhikarpatra | প্রকাশিত: ১৭ September ২০২৫ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ১৭ September ২০২৫ ২৩:৫৪

নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহনকারী এয়ার ফোর্স ওয়ান নিউইয়র্কের আকাশে এক চাঞ্চল্যকর মুহূর্তের সম্মুখীন হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ফোর্ট লডারডেল থেকে বোস্টনগামী স্পিরিট এয়ারলাইন্সের এয়ারবাস A321 (ফ্লাইট ১৩০০) হঠাৎ করে রাষ্ট্রপতির বোয়িং-৭৪৭ এর কাছাকাছি চলে আসে।

কীভাবে এড়াল মুখোমুখি সংঘর্ষ?

এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা পরিস্থিতি অনুধাবন করে বারবার স্পিরিট এয়ারলাইন্সকে ডানদিকে ২০ ডিগ্রি মোড় নিতে নির্দেশ দেন। প্রথমে সাড়া না পেয়ে নিয়ন্ত্রক ক্রমশ উচ্চস্বরে সতর্ক করতে থাকেন—

“স্পিরিট-১৩০০, এখনই ডান দিকে ২০ ডিগ্রি ঘুরুন!”

অবশেষে পাইলটরা নির্দেশ মেনে ফ্লাইটের গতিপথ পরিবর্তন করেন। এ সময় কন্ট্রোলার স্পষ্টভাবে জানান, স্পিরিট বিমানের মাত্র ৬ থেকে ৮ মাইল দূরে এয়ার ফোর্স ওয়ান উড়ছিল।

সামাজিক মাধ্যমে আলোচনায় ঘটনাটি

ঘটনার অডিও ক্লিপ প্রথমে ব্লুস্কাই ও এক্স (টুইটার)-এ ছড়িয়ে পড়ে। যদিও ব্লুমবার্গ জানিয়েছে, মূল এয়ার ট্রাফিক কন্ট্রোল রেকর্ডিং যাচাই করা সম্ভব হয়নি, তবে সামাজিক মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

সফরে ব্যস্ত প্রেসিডেন্ট ট্রাম্প

ঘটনার কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে লন্ডনে পৌঁছান। উইন্ডসর ক্যাসেলে ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।


সারসংক্ষেপ

✅ নিউইয়র্কের আকাশে ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ান ও স্পিরিট এয়ারলাইন্স প্রায় কাছাকাছি চলে আসে।
✅ এয়ার ট্রাফিক কন্ট্রোলারের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
✅ ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
✅ প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে লন্ডনে রাষ্ট্রীয় সফরে রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: