odhikarpatra@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২

নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

odhikarpatra | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

odhikarpatra
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

নিজস্ব প্রতিবেদক ● অধিকার পত্র ডটকম

নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণের পর এ ঘটনা ঘটে।

এ সময় টার্মিনালের বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন। সফরসঙ্গীদের গাড়িতে ওঠার সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে মিজানুর রহমান চৌধুরী নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। আরও কয়েকজনকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আগমনের পর থেকেই জেএফকে বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। বিএনপির নেতাকর্মীরা আনন্দ সমাবেশ ও স্বাগত মিছিল করেন, অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন। উভয়পক্ষের হাতে ছিল ব্যানার-ফেস্টুন, চলছিল স্লোগান-সংঘাতপূর্ণ পরিবেশ।

এই পরিস্থিতিতে বিমানবন্দর এলাকা একসময় টান টান উত্তেজনায় পরিণত হয়। পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: