আবুধাবিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ ভাইসহ ৪ জনের করুণ মৃত্যু
অধিকারপত্র ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন ভাইসহ চারজন ভারতীয় প্রবাসী নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই কেরালার বাসিন্দা এবং আবুধাবিতে বসবাসরত আবদুল লতিফের পরিবারের সদস্য।
নিহতরা হলেন—আবদুল লতিফের তিন ছেলে আশাজ (১৪), আম্মার (১২), আইয়াশ (৫) এবং তাদের পরিবারের গৃহকর্মী বুশরা।
পারিবারিক সূত্র জানায়, তারা সবাই লিওয়া ফেস্টিভ্যাল (Liwa Festival) উপভোগ শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান।
এই দুর্ঘটনায় আবদুল লতিফ, তার স্ত্রী রুকসানা এবং তাদের আরও দুই সন্তান এজ্জা (১০) ও আজ্জাম (৭) গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত এক শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এই হৃদয়বিদারক ঘটনায় প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের মধ্যে গভীর শোক ও শোকাতুর পরিবেশ বিরাজ করছে।
আবুধাবি রোড ক্রাশ ২০২৬। কেরালার প্রবাসী মৃত্যু লিওয়া ফেস্টিভ্যাল দুর্ঘটনা ভারতীয় প্রবাসী নিহত আরব আমিরাত সংবাদ আবুধাবি সড়ক দুর্ঘটনা

আপনার মূল্যবান মতামত দিন: