ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশেষ সপ্তাহ পালন করা হয়েছে।

সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ মার্চ ২০১৮ ২২:৩১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ মার্চ ২০১৮ ২২:৩১

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশেষ সপ্তাহ পালন করা হয়েছে।

২২ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন করে গোয়ালবাড়ী মোড়ে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম, সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমীন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, সাব রেজিস্ট্রার এবিএমনুর উজ জামান,  সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার সহ মুক্তিযোদ্ধাগণ, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, সিরাজদিখান উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও মাই টিভি মুন্সীগঞ্জ প্রাতিনিধি  মোহাম্মদ মোক্তার হোসেনসহ উপজেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

এছাড়া  শোভা যাত্রায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষাথী,  উপজেলার সরকারী সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 



আপনার মূল্যবান মতামত দিন: