ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

ভিজয়ের কারুর সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু: পুলিশ বলছে, 'রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন'

odhikarpatra | প্রকাশিত: ২৯ September ২০২৫ ১৬:২১

odhikarpatra
প্রকাশিত: ২৯ September ২০২৫ ১৬:২১

অধিকারপত্র ডটকম ডেস্ক

তামিলনাড়ুর কারুরে ২৭ সেপ্টেম্বর টিভিকে (তামিলাগা ভেত্রি কাজাগাম) প্রধান ভিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৪১ জন নিহত হয়েছেন। পুলিশের FIR-এ উল্লেখ করা হয়েছে, সমাবেশটি 'রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন' হিসেবে আয়োজন করা হয়েছিল, যার ফলে জনসমাগমের নিয়ন্ত্রণে ব্যর্থতা ঘটে। এতে ১৩ জন পুরুষ, ১৭ জন নারী, ৪ জন ছেলে ও ৫ জন মেয়ে নিহত হয়েছেন।

টিভিকে সমাবেশ শুরুর আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য তামিলনাড়ু বিদ্যুৎ বোর্ডে একটি অনুরোধ পাঠিয়েছিল, কিন্তু তা প্রত্যাখ্যাত হয়। টিভিকে জানিয়েছে, সমাবেশস্থলে জনসমাগমের কারণে জননিরাপত্তার জন্য নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অনুরোধ করা হয়েছিল।

ঘটনার পর ভিজয় নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি ও আহতদের ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং সমাবেশ চলাকালীন পানি বিতরণ করেন।

তামিলনাড়ু সরকার মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের নেতৃত্বে ঘটনার তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি আরুণা জগদীশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে। কমিশন সরকারকে রিপোর্ট জমা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।



আপনার মূল্যবান মতামত দিন: