odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে

odhikarpatra | প্রকাশিত: ২ October ২০২৫ ২০:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২ October ২০২৫ ২০:৫৪

অধিকার পত্র ডেস্ক 

বঙ্গোপসাগরে অবস্থিত এক গভীর নিম্নচাপ আজ রাত ৯টার দিকে ওড়িশা উপকূল গোপালপুর ও পারাদ্বীপের মধ্যবর্তী এলাকায়  অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, নিম্নচাপটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তরের দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি চট্টগ্রাম থেকে প্রায় ৮৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা থেকে ৬৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত।

আবহাওয়ার বিশেষ সতর্কতায় বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার ভেতর বাতাসের গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার, তবে দমকা বা ঝড়ো হাওয়ার ক্ষেত্রে এটি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

উপকূলীয় এলাকায় ইতিমধ্যেই ঝড়ো হাওয়া এবং দমকা বাতাসের প্রভাবে বায়ুচাপের তারতম্য অনুভূত হচ্ছে।

সতর্কতা ও নির্দেশনা:

  • চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
  • মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।
  • উত্তাল সাগর ও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানুষের অনেকে সমুদ্র সংলগ্ন এলাকায় সতর্ক থাকতে হবে। 


আপনার মূল্যবান মতামত দিন: