
ভাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালগামী ইউরোলাইন পরিবহনের একটি বাসকে পেছন দিক থেকে দ্রুতগামী শ্যামলী পরিবহনের আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ইউরোলাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই এক নারী যাত্রী মারা যান। পরে গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আরও একজন মারা যান। নিহতদের একজন হলেন শামসুন্নাহার বেগম, যিনি পুলিশ উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের স্ত্রী।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, “দুটি বাসই জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্যামলী পরিবহনের বাসটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।
আপনার মূল্যবান মতামত দিন: