odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd October 2025, ২২nd October ২০২৫

রাবিতে বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপন: শিক্ষার্থী ও গবেষকরা তুলে ধরলেন পরিসংখ্যানের গুরুত্ব

odhikarpatra | প্রকাশিত: ২১ October ২০২৫ ১৯:৩৮

odhikarpatra
প্রকাশিত: ২১ October ২০২৫ ১৯:৩৮

রাজশাহী, ২১ অক্টোবর ২০২৫ | নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার ২০ অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ৯:৩০ মিনিটে স্যার জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ভবনের সামনে থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, পরিসংখ্যান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং কর্মচারীরা।

শোভাযাত্রার পর পরিসংখ্যান বিভাগের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক ডিসিপ্লিন হিসেবে পরিসংখ্যানের গুরুত্ব, বিশ্ব পরিসংখ্যান দিবসের তাৎপর্য ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন:

  • প্রফেসর মু. মনসুর রহমান
  • প্রফেসর মো. আমিনুল হক
  • প্রফেসর মো. সাবিরুজ্জামান
  • প্রফেসর ফারহানা হাসান
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. রেজাউল করিম
  • রাবি পরিসংখ্যান সমিতির সহ-সভাপতি মিঠুন কুমার দে
  • সাধারণ সম্পাদক কৌশিক কুন্ডু কাব্য

আলোচনা সভার সভাপতিত্ব করেন রাবি পরিসংখ্যান বিভাগ ও পরিসংখ্যান সমিতির সভাপতি প্রফেসর মো. রেজাউল করিম

এছাড়া, অনুষ্ঠানে পরিসংখ্যানের শিক্ষণ ও গবেষণার ক্ষেত্র প্রসার এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব নিয়ে জোর দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: