
অধিকার পত্র সংবাদ ডেস্ক
২২ অক্টোবর ২০২৫ |
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বলাকীপর ব্রিজের কাছে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন একাদশ শ্রেণির কলেজ শিক্ষার্থী সাদেক চৌধুরী (১৯)।
নিহত সাদেক বানিয়াচং উপজেলার বলাকীপুকুর গ্রামের লেবু মিয়ার ছেলে ও বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র ছিলেন।
ঘটনাস্থলে যা ঘটেছিল
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় সাদেক বাড়ি ফেরার পথে বলাকীপর ব্রিজের কাছে পৌঁছালে একই গ্রামের রিহাত মিয়ার নেতৃত্বে কয়েকজন যুবক তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেন, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রভাংস কুমার সিংহ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে— সাদেক ও রিহাতের মধ্যে প্রেমঘটিত পারিবারিক বিরোধ ছিল। ওই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। অভিযুক্ত রিহাত মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
স্থানীয়দের দাবি
স্থানীয়রা বলেন, “সাদেক খুব ভদ্র ও মিশুক ছেলে ছিল। প্রেমের কারণে এমন নির্মম মৃত্যু কেউ প্রাপ্য না।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: