চট্টগ্রাম, ২৪ অক্টোবর ২০২৫ — চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো জিয়াউদ্দিন আজ একটি বিভাগীয় কর্মশালায় জানান, গুজব এবং ভুল তথ্যের কারণে টাইফয়েড টিকা বিষয়ক জনসচেতনতা বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, সরকার এই বছরের টিকাদান ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টিকা দিচ্ছে। এছাড়া অন্যান্য বয়সী শিশুরাও অল্প দামে এই টিকা নেওয়ার সুযোগ পাচ্ছে। চট্টগ্রামে মোট ৯৭ লাখ শিশুকে টিকাদানের আওতায় আনার লক্ষ্য রয়েছে, এ পর্যন্ত ৪৪ লাখ শিশু টিকা পেয়েছে।
“জেলা-উপজেলা পর্যায়ে টিকা নেওয়ার হার ভালো হলেও মহানগর এলাকায় comparatively কম রয়েছে,” বলেন কমিশনার। তিনি আরও জানিয়েছেন, কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশকে টাইফয়েড মুক্তে রূপ দেওয়া।
টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “টিকা গ্রহণের পর হালকা জ্বর বা অ্যালার্জি হতে পারে; এটি সাধারণ এবং অস্থায়ী। শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার ফলেই কিছুটা জ্বর হয়। অনেকগুলো বিরূপ ধারণা মূলত মনস্তাত্ত্বিক এবং গুজব-ভিত্তিক। একই সঙ্গে ‘বাংলাদেশ টিসিবি’ বলেছে, এই টিকা সারা বিশ্বে নিরাপদ ও কার্যকরভাবে দেয়া হচ্ছে”।
কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী, ইউনিসেফ চট্টগ্রামের মাঠ কর্মকর্তা মাধুরী ব্যানার্জী ও জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
তিনি সকল গণমাধ্যমকর্মীর কাছে আহবান জানান: একদিকে তথ্য-ভিত্তিক সংবাদ পরিবেশন এবং অন্যদিকে গুজব ও ভুল ধারণা রোধে সক্রিয় ভূমিকা রাখতে। কারণ সেই ভুলগল্প-গুজব শিশুর টিকা গ্রহণ কমিয়ে আনতে পারে ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আপনার মূল্যবান মতামত দিন: