odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 25th October 2025, ২৫th October ২০২৫

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা: কুমিল্লা

odhikarpatra | প্রকাশিত: ২৪ October ২০২৫ ২০:০৮

odhikarpatra
প্রকাশিত: ২৪ October ২০২৫ ২০:০৮

 

কুমিল্লা, ২৪ অক্টোবর ২০২৫ : কুমিল্লার মুরাদনগর উপজেলায় আজ শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এতে ২৮০ জন নারী-পুরুষ উপকৃত হয়েছেন। কুমিল্লা চক্ষু হাসপাতাল (বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির একটি প্রতিষ্ঠান)-এর তত্ত্বাবধানে দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় পায়ব হাজী আব্দুল গনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের সাধারণ সমস্যা, ছানি, দৃষ্টিশক্তি পরিমাপসহ বিভিন্ন চক্ষু পরীক্ষা করা হয়। প্রয়োজনে অনেক রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। কুমিল্লা চক্ষু হাসপাতালের ৮ জন চিকিৎসকের একটি দল এই সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন। চোখে ছানি পড়া ৭০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। তাদেরকে আগামী শনিবার ও রোববার কুমিল্লা চক্ষু হাসপাতালে পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।

আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. এম. কে আহসান। এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: