odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th October 2025, ২৬th October ২০২৫

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক ট্রলারে থেকে ৩৫০ বস্তা উরিয়া সার জব্দ করা হয়েছে

odhikarpatra | প্রকাশিত: ২৫ October ২০২৫ ১৫:৩৯

odhikarpatra
প্রকাশিত: ২৫ October ২০২৫ ১৫:৩৯

 

নোয়াখালী, ২৫ অক্টোবর ২০২৫ : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে অবৈধভাবে পাচারের সময় একটি ট্রলারে ভারী পরিমাণে ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। শনিবার জানানো হয়েছে, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলীর জিলা ঘাট থেকে ৩৫০ বস্তা উরিয়া সার উদ্ধার করা হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার সময় ট্রলারে সারবোঝাই অবস্থায় থাকলেও সারগুলোর মালিক অথবা পাচারের সঙ্গে সংশ্লিষ্ট কারো নাম এখনও নিশ্চিত হয়নি। স্থানীয় একাধিক সূত্র জানায়, “জামাল মাঝি” নামে এক ব্যক্তি ট্রলারের মালিক এবং “সাইফুল” নামের এক ব্যক্তি চালক হিসেবে সংশ্লিষ্ট। তবে পুলিশ এখনও তাদের ঠিক-ঠিক অবস্থান ও দায় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের পাশে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ৩৫০ বস্তা উরিয়া সার ট্রলারযোগে বের হতে চেয়েছিল। ঘটনার সময় জানতে পেরে পাচারকারীরা দ্রুত পালিয়ে গেছে। আজও দুপুর বারোটা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। তবে সারগুলো এখনও উদ্ধারের পর ট্রলারে রয়েছে এবং কোনো ব্যক্তি মালিকানার দাবি করেনি।

চরজব্বর থানার ওসি জানান, প্রায় সাড়ে তিনশ’ বস্তার বেশি সার আটক করা হয়েছে। এখন বিষয়টি আইনানুগ অপারেশনের অধীনে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: