odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 25th October 2025, ২৫th October ২০২৫

মুন্সীগঞ্জে ১৭ কোটি ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

odhikarpatra | প্রকাশিত: ২৫ October ২০২৫ ১৭:৩৬

odhikarpatra
প্রকাশিত: ২৫ October ২০২৫ ১৭:৩৬

 

মুন্সীগঞ্জ, ২৫ অক্টোবর ২০২৫ :
মুন্সীগঞ্জ জেলার কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৭ কোটি ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযানটি মুক্তারপুর এলাকায় শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা মো. সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ষ্টেশন পাগলা এবং মুন্সীগঞ্জ মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৬টি গোডাউন এবং ৬টি অবৈধ জাল তৈরির কারখানা তল্লাশি করে এই বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ২৬ কোটি ৫৯ লাখ টাকা। পরে নিরাপত্তার কারণে জব্দকৃত সব জাল পুড়িয়ে ফেলা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, মুক্তারপুরের অবৈধ গোডাউন থেকে এই বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: