odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 25th October 2025, ২৫th October ২০২৫

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

odhikarpatra | প্রকাশিত: ২৫ October ২০২৫ ১৭:৪৩

odhikarpatra
প্রকাশিত: ২৫ October ২০২৫ ১৭:৪৩

অধিকারপত্র ডটকম  :

আজ, শনিবার সকালে, খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ভাইবোনছড়ার ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক পরিবারের মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে ও ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম। তিনি বলেন, “প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এ মানবিক উদ্যোগ।”

এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: