odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 25th October 2025, ২৫th October ২০২৫
নাটোরে ১৩ টন গুলির খোসা উদ্ধার: চাঞ্চল্য বড়াইগ্রামের গোডাউনে

তোলপাড় নাটোরে! গোডাউনে মিলল ১৩.৫ টন 'গুলির খোসা', পুলিশ-সেনাবাহিনী তদন্তে

odhikarpatra | প্রকাশিত: ২৫ October ২০২৫ ১৮:৩৮

odhikarpatra
প্রকাশিত: ২৫ October ২০২৫ ১৮:৩৮

নাটোর প্রতিনিধি, অধিকারপত্র ডটকম :
নাটোরে গোডাউনে মিলল প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা! চাঞ্চল্য, পুলিশ ও সেনাবাহিনী তদন্তে
দেবাশীষ কুমার সরকার, স্টাফ রিপোর্টার | নাটোর
প্রকাশিত : ১৮:২০, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৩০, ২৫ অক্টোবর ২০২৫
বড়ইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুত থাকার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রায় সাড়ে ১৩ টন (১৩,৫০০ কেজি) এই বিপুল পরিমাণ গুলির খোসা উদ্ধারের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। বর্তমানে তারা বিষয়টি গভীরভাবে যাচাই-বাছাই করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী শিহাব উদ্দিনের মালিকানাধীন 'বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজ'-এর একটি গোডাউনে অস্বাভাবিক সংখ্যক গুলির খোসা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ব্যবসায়ী শিহাব উদ্দিনের দাবি, তিনি বৈধ পথেই এই গুলির খোসা সংগ্রহ করেছেন। তার বক্তব্য অনুযায়ী, রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে স্ক্র্যাপ বা বাতিল সামগ্রী হিসেবে এক ব্যবসায়ী নিলামের মাধ্যমে এই গুলির খোসা ক্রয় করেন। শিহাব উদ্দিন পরবর্তীতে সেই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাড়ে ১৩ টন খোসা প্রতি কেজি ৪০ টাকা দরে কিনে নিজের গোডাউনে রাখেন।
ঘটনার বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন অধিকার পত্র ডটকমকে জানান, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা মজুতের সত্যতা নিশ্চিত হয়েছি। ব্যবসায়ী শিহাব উদ্দিনের কাছে ক্রয় সংক্রান্ত যেসব কাগজপত্র আছে, আমরা তা খতিয়ে দেখছি। কাগজপত্র যাচাই-বাছাইয়ের পরেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"
হঠাৎ এতো বিপুল পরিমাণ গুলির খোসা মজুতের খবরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া রহস্য ও চাঞ্চল্য নিরসনে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তদন্ত চলছে।
(আরও বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন অধিকার পত্র ডটকম-এ)



আপনার মূল্যবান মতামত দিন: