odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬

মুফতি হান্নানকে ছিনিয়ে নেয়ার চেষ্টায় প্রিজনভ্যানে জঙ্গি হামলা

Admin 1 | প্রকাশিত: ৭ March ২০১৭ ২১:৫০

Admin 1
প্রকাশিত: ৭ March ২০১৭ ২১:৫০

মুফতি হান্নানকে ছিনিয়ে নেয়ার লক্ষ্যে জঙ্গিরা আজ প্রিজনভ্যানে হামলা চালিয়েছে।  সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা মোস্তফা কামাল (২২) নামের এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। অপর হামলাকারীরা পালিয়ে যায়।
মোস্তফা ময়মনসিংহ জেলার পশ্চিম তারাকান্দা এলাকার বাসিন্দা মোজাম্মেলের ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের ¯িপ্রন্টার,অবিস্ফোরিত ককটেল ও হামলাকারীদের ব্যবহৃত একটি ব্যাগ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ঢাকা থেকে ২টি প্রিজনভ্যান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে যাচ্ছিল। টঙ্গী কলেজ গেট অতিক্রমকালে ৩ যুবক প্রিজনভ্যান লক্ষ্য করে পর পর কয়েকটি ককটেল ছুঁড়ে এবং প্রিজনভ্যানের দিকে এগিয়ে যায়। এসময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে মোস্তফা নামে একজনকে আটক করে। অপর দুই যুবক পালিয়ে যায়।
পরে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল¬াশি চালায়।
টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বাসসকে জানান, দুটি প্রিজনভ্যানের একটিতে ফাঁসির দন্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নান ছিলেন। তাকে ছিনিয়ে নিতেই জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে পুলিশ ধারণা করছে।
র‌্যাব-১ এর অধিনায়ক লে.কর্ণেল সারোয়ার বিন কাশেম বাসসকে জানান, আমাদের কোম্পানী কমান্ডারের নেতৃত্বে দুটি টিম ঘটনাস্থলে কাজ করছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখছি।



আপনার মূল্যবান মতামত দিন: