ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৮ অক্টোবর ২০২৫
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। “দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা” প্রতিপাদ্যকে সামনে রেখে এই মেলার আয়োজন করে ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি।
মেলা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি, ডাকসু, হলপাড়া ও নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে।
এ সময় বিভাগীয় শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে এম.এস., এম.ফিল. ও পিএইচ.ডি. পর্যায়ের গবেষকরা প্রায় ৫০০ জন অংশগ্রহণকারীকে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও কাউন্সেলিং সেবা দেন।
মেলায় বক্তারা বলেন, দেশে মানসিক স্বাস্থ্যসেবার প্রধান বাধা দুটি—সামাজিক কুসংস্কার (স্টিগমা) ও সেবার অপ্রতুলতা। তারা জানান, এই বাধা দূর করতে ১৯৯৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি দেশের সকল সরকারি হাসপাতালে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করেন বক্তারা।
এছাড়া আগামীকাল ২৯ অক্টোবর বিকেল ৩টায় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে (কলাভবন ৫০৪০ কক্ষ) “দুর্যোগ ও সংকটকালে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

আপনার মূল্যবান মতামত দিন: