odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬

ভুল করলে মরতে হবে”—ভয়াবহ চিঠি পেলেন নওগাঁর যুবক, আতঙ্কে গোটা এলাকা!

odhikarpatra | প্রকাশিত: ৩১ October ২০২৫ ১৯:২৭

odhikarpatra
প্রকাশিত: ৩১ October ২০২৫ ১৯:২৭

নওগাঁ প্রতিনিধি | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


নওগাঁর রাণীনগর উপজেলার দুর্গাপুর খানপাড়া গ্রামে মোকাদ্দেস হোসেন খান সঞ্চয় নামের এক যুবকের বাড়ির বারান্দা থেকে একটি ভয়াবহ হুমকিপূর্ণ চিঠি উদ্ধার হয়েছে।
চিঠিতে লেখা—
 “ছোট ভাই, আমাদের হাতে সময় নেই। আগামী ৫ তারিখের মধ্যে ৫০ হাজার টাকা দিতে হবে, না দিলে রাজুর মতো মরতে হবে!”

বুধবার (২৯ অক্টোবর) ভোরে বারান্দায় ফেলা ওই চিঠি পড়ে সঞ্চয় চরম আতঙ্কে পড়েন।

ভুক্তভোগীর বক্তব্য:
সঞ্চয় বলেন, “ভোরে ঘুম থেকে উঠে দেখি বারান্দায় একটা খাম পড়ে আছে। খুলে দেখি ভিতরে এমন ভয়ানক লেখা। কে বা কারা দিয়েছে জানি না। স্থানীয়দের জানিয়ে পরে থানায় খবর দেই।”

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ২০ বছর আগে একই এলাকায় রাজু নামের এক যুবককে খুন করা হয়েছিল। তাই চিঠির ওই হুমকিতে পুরো গ্রামেই এখন ভয় ও আতঙ্ক বিরাজ করছে।

পুলিশের বক্তব্য:
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন,
“বিষয়টি আমরা তদন্ত করছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, অপরাধীদের খুঁজে বের করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চিঠির ভাষা:

“সঞ্চয়, ছোট ভাই আশা রাখি ভালো আছ। ভাই, আমাদের হাতে সময় নেই, তাই বলছি আগামী ৫ তারিখ ৫০ হাজার টাকা দিতে হবে। না দিলে রাজুর মতো মরতে হবে... পরে ৫ লাখ দিলেও কাজে আসবে না...”

 



আপনার মূল্যবান মতামত দিন: