 
                                রাজশাহী, ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)–সিপিবি(এম) কোল জনগোষ্ঠীর পাঁচটি পরিবারকে উচ্ছেদের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ড. এম. এ. সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, “রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে আদালতের আদেশে ৫টি পরিবারের বাড়িঘর ভেঙে দিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে, যা অমানবিক ও নির্মম।”
নেতৃদ্বয় অভিযোগ করেন, উচ্ছেদের পর এসব পরিবার বাঁশঝাড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। প্রায় ২৫-৩০ জন নারী-শিশুসহ তারা এখন অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। তারা বলেন, “কোনো সভ্য রাষ্ট্র তার নিজস্ব নাগরিকদের সঙ্গে এমন অমানবিক আচরণ করতে পারে না।”
সিপিবি(এম) নেতারা আরও বলেন, “নব্য ফ্যাসিবাদী ড. ইউনুস সরকারের অধীনে এই ধরনের নিপীড়ন অতীতের যে কোনো শাসকের চেয়েও নিষ্ঠুর।” তারা অবিলম্বে ক্ষতিপূরণসহ উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসন দাবি করেন। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
বার্তা প্রেরক হিসেবে বিবৃতিতে স্বাক্ষর করেছেন কমরেড তারেক ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য, সিপিবি(এম)

 
                                                     
                                                     
                                                     
                                                    -2018-03-31-23-44-09.jpeg) 
                                                     
                                                     
                                             
                                            
আপনার মূল্যবান মতামত দিন: