odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 1st November 2025, ১st November ২০২৫
আশুলিয়ায় অভিনেতা এআর মন্টুর বাসায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৪

অভিনেতার বাড়িতে রাতের অভিযান! অস্ত্র–মাদকসহ আটক ৪ — পালালেন এআর মন্টু!

odhikarpatra | প্রকাশিত: ৩১ October ২০২৫ ২০:৫৯

odhikarpatra
প্রকাশিত: ৩১ October ২০২৫ ২০:৫৯

অধিকারপত্র ডটকম:

ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি এআর মন্টুর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

অভিযানে অভিনেতা এআর মন্টু পলাতক থাকলেও তার ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টু (২৪), স্থানীয় মো. মোজাম্মেল ভূঁইয়া (৪৪), মাসুমা আক্তার রিয়া (২৩) এবং জাহিদুল আলম (২৪) কে আটক করা হয়।

অভিযানে উদ্ধার করা হয়েছে—

  • একটি ৭.৬৫ মিমি পিস্তল
  • ৮ রাউন্ড গুলি
  • ২টি ম্যাগাজিন
  • ১৭টি শটগান কার্তুজ
  • ১৬টি পিস্তল কার্তুজ
  • চাপাতি ও ছুরি সহ ৪টি দেশীয় অস্ত্র
  • ৩,০৪০ পিস ইয়াবা
  • ৭০০ গ্রাম গাঁজা
  • ৪ লিটার বিদেশি মদ
  • ২টি ইলেকট্রিক শকার
  • ১৩টি মোবাইল
  • ৩টি ওয়াকি-টকি

যৌথবাহিনী সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীরা ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। রাতে গুলির শব্দ শোনার পর ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে মন্টুর বাসায় অভিযান চালানো হয়।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) আজগর আলী জানান, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

এ ঘটনায় এআর মন্টু এখনও পলাতক।



আপনার মূল্যবান মতামত দিন: