odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 2nd November 2025, ২nd November ২০২৫
শিশুদের মেধা বিকাশে মোবাইল থেকে দূরে রাখার আহ্বান

শিশুদের হাতে মোবাইল নয়—অভিভাবকদের প্রতি বাসস চেয়ারম্যানের সতর্কবার্তা

odhikarpatra | প্রকাশিত: ৩১ October ২০২৫ ২২:২২

odhikarpatra
প্রকাশিত: ৩১ October ২০২৫ ২২:২২

শিশুদের হাতে মোবাইল ফোন না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক আনোয়ার আলদীন। তিনি বলেন, অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং তারা মেধাহীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আনোয়ার আলদীন বলেন,

“শিশুরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত করা জরুরি। মোবাইল ফোন থেকে দূরে রাখলে তারা আরও সুস্থভাবে বেড়ে উঠবে।”

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি মুরসালিন নোমানী, সহ-সভাপতি গাজী আনোয়ার হোসেনসহ ডিআরইউ নেতারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ সাংস্কৃতিক উৎসবে চিত্রাঙ্কন, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশ নেয়। তিনটি বিভাগে মোট ২৭ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে আবৃত্তিকার, শিল্পী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিচারকের দায়িত্ব পালন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: