odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 3rd November 2025, ৩rd November ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় খাবার টেবিলে গুলি করে যুবককে হত্যা, হাসপাতালে

odhikarpatra | প্রকাশিত: ২ November ২০২৫ ১৯:২২

odhikarpatra
প্রকাশিত: ২ November ২০২৫ ১৯:২২

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া), ২ নভেম্বর ২০২৫

 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে এক যুবককে খাবার টেবিলে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজারের পাশে একটি হোটেলে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শিপন (৩৮)। তিনি নূরজাহানপুর গ্রামের আব্দুল মোন্নাফ ওরফে মনেক ডাকাতের ছেলে।

গুলিতে আহত হয়েছেন ইয়াসিন, নূর আলম এবং প্রতিপক্ষের এমরান মাস্টার। স্থানীয় সূত্র জানায়, শিপন ও থোল্লাকান্দি গ্রামের রিফাতের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে হোটেলে খাবার খাওয়ার সময় রিফাত ও আরাফাতসহ কয়েকজন শিপনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে শিপনসহ তিনজন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে গভীর রাতে শিপনের মৃত্যু হয়।

ঘটনার পর মনেক মিয়ার লোকজন প্রতিশোধ নিতে এমরান মাস্টারের ওপর হামলা চালালে তিনিও গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন। এলাকাজুড়ে এখন চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

 নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, ডাকাতির ভাগবাটোয়ারা নিয়েই এই সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং রিফাতকে গ্রেপ্তারে অভিযান চলছে।”



আপনার মূল্যবান মতামত দিন: