ঢাকা, ০২ নভেম্বর ২০২৫:
আলজেরিয়ার বিপ্লবের ৭১তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে একটি নৌকা উপহার দেন। তবে সরকারি নীতিমালা মেনে সেই উপহার তিনি জমা দিয়েছেন সরকারি তোষাখানায়।
শনিবার (১ নভেম্বর) রাতে আলজেরীয় দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূতের পক্ষ থেকে উপহারটি দেওয়া হয়। উপদেষ্টা পরদিন নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে জানান, উপহারটি সরকারি সম্পদ হিসেবে সংরক্ষণের জন্য কীভাবে ব্যবস্থা নেওয়া উচিত সে বিষয়ে জনমত জানতে চান তিনি।
বিকেলে আরেকটি পোস্টে তিনি জানান, উপহারটি ইতোমধ্যেই সরকারি তোষাখানায় জমা দেওয়া হয়েছে।
উপদেষ্টার বক্তব্য:
ফেসবুক পোস্টে মুহাম্মদ ফাওজুল কবির খান লেখেন—
“গত রাতে আলজেরীয় দূতাবাস থেকে প্রাপ্ত উপহারটি সরকারি তোষাখানায় সংরক্ষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে পাঠানো হয়েছে। তোষাখানা কর্তৃপক্ষ প্রাপ্তি স্বীকারপত্র দিয়েছে। আপনাদের মতামতের জন্য ধন্যবাদ।”
তিনি আরও বলেন, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় পাওয়া যেকোনো উপহার রাষ্ট্রের সম্পত্তি হিসেবে বিবেচিত হয়, তাই তা যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: