odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th November 2025, ৭th November ২০২৫

নেত্রকোনায় ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ ২৫৪৭ পিস মালামাল দখল

odhikarpatra | প্রকাশিত: ৭ November ২০২৫ ১৬:১৩

odhikarpatra
প্রকাশিত: ৭ November ২০২৫ ১৬:১৩

 

নেত্রকোনা জেলার বারহাটা উপজেলার কাঁকুড়া বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে আসে একটি কাভার্ড ভ্যান যা ভারতীয় বাণিজ্যবহির্ভূত পণ্য পরিবহন করছিল। স্থানীয়রা ভ্যানটিকে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে দেখে থামিয়ে ভেতরে কি আছে জানতে চেষ্টা করে। তারা পেটিতে বিপুল সংখ্যক ভারতীয় পণ্য দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়।

ঘটনাস্থলে পুলিশ এসে ভ্যান তল্লাশি করে এবং জব্দ করে যা হল:

  • ১৬৪ পিস লেডিস চাদর
  • ১১২৬ পিস থ্রিপিস
  • ৪৮০ পিস কাতান শাড়ি
  • ৭১৭ পিস জর্জেট শাড়ি
  • ৬০ পিস এক কালার শাড়ি
    সর্বমোট ২৫৪৭ পিস ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

চালক হিসেবে আটক হয়েছেন ইব্রাহিম ও তার সহকারী সাব্বির (উভয় গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বাড়ি)। পুলিশ বলেছে, আটককৃত এবং জব্দকৃত মালামাল বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: