
সিরাজদিখানে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। সোমবার বিকাল ৫ টায় উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় একজন নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৭ জন আহত হয়েছে।
জানা গেছে, উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের রুক্ষ মুন্সী (৬০) ও একই গ্রামের মোসলেম উদ্দিনের (৫৫) সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল সোমবার মোল্লা কান্দি গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ীতে সালিশ বসে। ওই গ্রামের মজিদ মোল্লার সভাপতিত্বে একই গ্রামের নুরবাউল,ইলিয়াস মুন্সী,মনা সরকারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে দু’পক্ষ। আহতরা হলেন, মোসলেম (৫৫), ইমরান (৩০), ওমর ফারুক (২১), শাহাজুল্লাহ (৩৮), রাশিদা বেগম (৪৫), শরলা বেগম (৬০)। আহতদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নুর বাউল ঘটনার সত্যতা স্বীকার জানান,আহত কয়জন তা এ মুহুর্তে আমি বলতে পারবনা ।
সিরাজদিখান থানার (ওসি) তদন্ত মোঃ হেলাল উদ্দিন জানান,এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদস্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #
তারিখ-২৬/০৩/২০১৮ খ্রিঃ
আপনার মূল্যবান মতামত দিন: