odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

সেনানিবাসে শুভেচ্ছা বিনিময়: প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার বিরল সৌজন্য সাক্ষাৎ

odhikarpatra | প্রকাশিত: ২১ November ২০২৫ ২০:০২

odhikarpatra
প্রকাশিত: ২১ November ২০২৫ ২০:০২

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম:-

সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে শুক্রবার রাজধানীর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। জাতীয় রাজনীতির দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের এমন সাক্ষাৎ দিনটিতে বিশেষ তাৎপর্য যোগ করে।

সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। জবাবে বিএনপি চেয়ারপার্সন প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ **সৈয়দা শর্মিলা রহমান**ও উপস্থিত ছিলেন, যা মুহূর্তটিকে আরও আন্তরিক পরিবেশ এনে দেয়।

সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা ঘিরে এমন সৌজন্যমূলক সাক্ষাৎ রাজনৈতিক পরিমণ্ডলে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: