odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 22nd November 2025, ২২nd November ২০২৫
পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বিঘ্নিত করতে সশস্ত্র গোষ্ঠীর মদদে ভুয়া সংবাদ ছড়ানো হচ্ছে: সংগঠনের দাবি

বিজিবির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার: সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের তীব্র নিন্দা

odhikarpatra | প্রকাশিত: ২২ November ২০২৫ ১৯:৩০

odhikarpatra
প্রকাশিত: ২২ November ২০২৫ ১৯:৩০

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। শনিবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের প্রধান সমন্বয়কারী মোস্তফা আল ইহযায এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ২১ নভেম্বর ফেসবুকভিত্তিক অনিবন্ধিত ও অবৈধ একটি অনলাইন নিউজপোর্টাল “মাটিরাঙ্গার গোমতিতে কাচকাউ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির অবস্থান” শিরোনামে প্রকাশিত খবর সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত খবরে দাবি করা হয়—খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের কাচকাউ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাকি ৬০ জন বিজিবি সদস্য অবস্থান নিয়েছে, যার ফলে স্থানীয়দের মধ্যে নাকি আতঙ্ক বিরাজ করছে।

সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ বলছে, বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অপপ্রচারটি ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে বিজিবির নিয়মিত কার্যক্রম বাধাগ্রস্ত করতে এবং পার্বত্য চট্টগ্রামে সক্রিয় উগ্রপন্থী সশস্ত্র সন্ত্রাসীদের স্বার্থ রক্ষায়।

সংগঠনের প্রধান সমন্বয়কারী বলেন, দেশের সীমান্ত পাহারা, অনুপ্রবেশ ঠেকানো, চোরাচালান দমন এবং পার্বত্য চট্টগ্রামে চলমান অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ মোকাবিলায় বিজিবি দিনরাত কাজ করছে। এ অবস্থায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিজিবি ও সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিজিবির উপস্থিতি ও নিয়মিত কর্মকাণ্ডের কারণে পার্বত্য এলাকায় পাহাড়ি-বাঙালি সাধারণ মানুষ নির্বিঘ্নে, নিরাপদে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করছে। অথচ একটি অবৈধ নিউজ পোর্টাল সন্ত্রাসীদের পক্ষ নেওয়ার উদ্দেশ্যে মিথ্যা ও উত্তেজনাকর তথ্য ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে।

সংগঠনটি এর সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় এবং অবিলম্বে উক্ত ভুয়া পোর্টালটি বন্ধ করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ করে।

শেষে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালি জনগণকে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়।



জালাল আহমদ
ছাত্র সমন্বয়ক



আপনার মূল্যবান মতামত দিন: